স্থাপত্য শাখা পরিকল্পনা উইং এর একটি শাখা যা রাজউকের সকল ধরনের স্থাপত্য নকশা প্রণয়ন ও তার বাস্তবায়ন তদারকির কাজ সমূহ করে থাকে। বিগত বছর ও সম্প্রতি সময়ের মধ্যে স্থাপত্য শাখা থেকে নিম্নবর্ণিত কাজ সমূহ সম্পন্ন করা হয়
. পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্টাফ কোয়ার্টার ও একটি মেকানিক্যাল শেড নকশা প্রণয়ন।
. হাতিরঝিল এপার্টমেন্ট প্রকল্পের ল্যান্ডস্কেপের নকশা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কাজটিও স্থাপত্য শাখার মাধ্যমে সম্পন্ন করা হয়।
. উত্তরা ৩য় পর্ব আবাসিক প্রকল্প, টঙ্গী শিল্প এলাকা, ঝিলমিল প্রকল্প এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের RS map এর ওপর Master plan superimpose করে নকশা প্রণয়ন করা হয়।
. বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটি বা ভবনসমূহের অনুমোদনের জন্য সরকার কর্তৃক গঠিত বিশেষ কমিটি এর প্রতিনিধি হিসেবে উন্নয়ন নিয়ন্ত্রণ কর্মকাণ্ডে সহায়তা করে।
. রাজউক মূল ভবনের ও জোনাল অফিস সমূহের Interior layout নকশা প্রণয়ন।
. নব্য নির্মিত মালিবাগস্থ ১৪ তলা কোয়ার্টার ভবনের মূল ফটক ও পার্শ্ববর্তী ল্যান্ডস্কেপের নকশা প্রণয়ন।
. এছাড়াও উত্তরা, পূর্বাচল নতুন শহর, ঝিলমিল আবাসিক প্রকল্প ইত্যাদির প্লট বিভাজন, একত্রীকরণের কাজ সমূহও স্থাপত্য শাখা থেকে করা হয়ে থাকে।
স্থাপত্য নকশা প্রণয়ন, বাস্তবায়ন ও অন্যান্য দাপ্তরিক কাজের পাশাপাশি বিশেষ দিবস ও সেবা সপ্তাহ পালনের অনুষ্ঠান সমূহতে স্থাপত্য শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একই সাথে চেয়ারম্যান মহোদয়ের পরিকল্পনা উইং এর সাথে মাসিক সমন্বয় সভার চাহিত কাজের তালিকা মোতাবেক স্থাপত্য শাখার কাজগুলো সম্পন্ন করা হয় এবং তা প্রতিবেদন আকারে প্রেরণ করা হয়। এ ছাড়াও স্থাপত্য শাখায় প্রতি মাসে একটি করে আভ্যন্তরীণ সমন্বয় সভা করা হয়ে থাকে যেখানে শাখার চলমান ও সম্পন্য কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা ও মতামত প্রদান করা হয়।