Wellcome to National Portal
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২১

এক নজরে রাজউক

 

রাজউকের জনবলঃ

রাজউকে সাংগঠনিক কাঠামোতে ৫টি সদস্য পর্ষদের মোট জনবল ১৯৮০।

 

রাজউকের পরিকল্পনাঃ

  • রাজউক যুগোপযোগি পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে এবং একই সাথে উন্নয়ন নিয়ন্ত্রণ করছে। পরিকল্পিত আবাসন খাত বিকাশের লক্ষ্যে নীতিমালা, আইন, কোড ও বিধি সংশোধন/প্রণয়ন বাস্তবায়ন করছে;
  • পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়ন বিষয়ে দায়িত্ব পালন এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে স্যাটেলাইট টাউন গড়ে তুলছে। নগরায়ন এবং আবাসন সমস্যা সমাধানে বেসরকারি খাতকে সম্পৃক্তকরণের সুযোগ সৃষ্টি করছে;
  • ইমারত নির্মাণ, নকশা অনুমোদন সংক্রান্ত পলিসি প্রণয়ন, নীতি নির্ধারন, বিধিমালা প্রণয়ন, সংস্কার ও বাস্তবায়ন করছে।

 

রাজউকের কার্যক্রমঃ

  • রাজউকের বিভিন্ন চলমান ও ভবিষ্যত প্রকল্পে প্লট/ফ্ল্যাট বরাদ্দ, রেজিস্ট্রেশন, নামজারী, হস্তান্তর, আম-মোক্তার নামা অনুমোদন, সার্ভিস চার্জ আদায় করছে;
  • আভ্যন্তরীন প্রশাসনিক ও আর্থিক কার্যাবলী সম্পাদনসহ সরকার কর্তৃক অর্পিত যে কোন ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

.

রাজউকের উন্নয়মূলক প্রকল্পঃ

  • রাজউকের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সম্প্রতি ০৪টি প্রকল্প বাস্তবায়ন সমাপ্ত হয়েছে;
  • রাজউকে ১৪ টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি নিজস্ব অর্থায়নে, ৬টি জিওবি ও বৈদেশিক সাহায্যভূক্ত, ২টি পিপিপি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

জিওবি বৈদেশিক সাহায্যভূক্ত প্রকল্পঃ

  • গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প;
  • কুড়িল-পূর্বাচল ১০০ ফিট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প;
  • আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ;
  • হাতিরঝিল লেকের দূষিত পানি পরিশোধন প্রকল্প;
  • মাদানী এভিনিউ সম্প্রসারণ প্রকল্প ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্প।

 

নিজস্ব অর্থায়ন প্রকল্পঃ

  • পূর্বাচল নতুন শহর প্রকল্প;
  • উত্তরা আর্দশ আবাসিক শহর (৩য় পর্ব) প্রকল্প;
  • উত্তরা এপার্টমেন্ট প্রকল্প;
  • ঝিলমিল প্রকল্পে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প;
  • ঢাকার গুলশান, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডিতে ০৯টি পরিত্যাক্ত বাড়িতে এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প;
  • ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) প্রণয়ন প্রকল্প।

 

পিপিপি প্রকল্পঃ

  • পূর্বাচল পানি সরবরাহ পিপিপি প্রকল্প;
  • ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প।

 

সম্প্রতি সমাপ্তকৃত প্রকল্পসমূহঃ

  • বেগুনবাড়ী খালসহ সমন্বিত হাতিরঝিল প্রকল্প;
  • বিজয় স্মরণী সম্প্রসারণ প্রকল্প;
  • গুলশান কার পার্কিং কাম অফিস বিল্ডিং নির্মাণ প্রকল্প;
  • কুড়িল ইন্টারচেঞ্জ (ফ্লাইওভার) প্রকল্প।

 

ভবিষ্যত প্রকল্পসমূহঃ

  • কেরানীগঞ্জ মডেল টাউন প্রকল্প;
  • তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা;
  • জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশীপ উন্নয়ন প্রকল্প;
  • পূর্বাচল নতুন শহর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্প;
  • রাজউক পূর্বাচল হাই রাইজ এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প;
  • শেখ রাসেল ওয়াটার বেইজ বিনোদন পার্ক প্রকল্প;
  • পুরান ঢাকার আরবান রিডেভেলপমেন্ট প্রকল্প।

 

  সম্প্রতি সমাপ্তকৃত রাজউকের উন্নয়নমূলক প্রকল্পের সুফলঃ

  • স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে উত্তরা ১৮ নং সেক্টরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ৬৬৩৬ টি এপার্টমেন্ট নির্মাণ হয়েছে;
  • রাজউকের হাতিরঝিল সমন্বিত প্রকল্পটি জলাবদ্ধতা, জল ও স্থল যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ প্রকল্পটি রাজধানী বাসীর জন্যে বিনোদনের স্থান হিসেবে বিবেচিত হচ্ছে;
  • রাজউকের কুড়িল ফ্লাইওভার ঢাকা শহরের যানজট দূরীকরণে বিশেষ অবদান রেখেছে;
  • রাজউকের কুড়িল-পূর্বাচল লিংক রোড, মাদানী এভিনিউ ঢাকা শহরের পূর্ব-পশ্চিম যোগাযোগ ব্যবস্থায় রেখেছে বিশেষ অবদান।

 

   পূর্বাচল নতুন শহর প্রকল্পঃ

  • পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা জেলার খিলক্ষেত থানার ১৫০ একর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ৪৫৭৭.৩৬ একর এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ১৫০০ একর জমিসহ সর্বমোট জমির পরিমান ৬২২৭.৩৬ একর;
  • পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনুমোদিত আরডিপিপি ব্যয় ৭৭৮২১৪.৫৭ লক্ষ;
  • প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদকাল ১৯৯৫ - ডিসেম্বর, ২০২১;
  • প্রকল্পটির আবাসিক প্লটের সংখ্যা ২৬২১৩ টি (৩ কাঠা-৩৩,২০৯ টি, ৫ কাঠা-১০৩৬১ টি, ৭.৫ কাঠা-২৬১৮ টি, ১০ কাঠা-২০২৫ টি);
  • মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরীতে ইতোপূর্বে বরাদ্দকৃত প্লটের সংখ্যা ৬৪২৪ টি;
  • সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরীতে নতুন বরাদ্দকৃত প্লটের সংখ্যা ১৪৪০ টি;
  • প্রাতিষ্ঠানিক প্লটের সংখ্যা ৪৭২ টি;
  • বাণিজ্যিক প্লটের সংখ্যা ১০৩৩ টি;
  • শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ প্লটের সংখ্যা ২০৪৩ টি;
  • এপার্টমেন্ট ব্লক ১৫ টি।
  • প্রকল্পের উল্লেখযোগ্য স্থাপনাঃ
  • পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৪ নং সেক্টরে প্রায় ২৬ একর জমিতে Export Processing Bureau (EPB) এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) টি নির্মিত হয়েছে;
  • প্রকল্পের ১ নং সেক্টরে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে বিসিবিকে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে;
  • প্রকল্পের ১৯ নং সেক্টরে আইকনিক টাওয়ার নির্মাণের জন্য Consortium of PowerPac Holdings Ltd. and Kajima Corporation কে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে।

 

  • অর্জনঃ

পূর্বাচল নতুন শহর প্রকল্পটি 2019 Asian Townscape Jury's Award অর্জনের মাধ্যমে বর্হিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।